রোজারত অবস্থায় রাজু ভাইয়ের রক্তদান ।

আলহামদুলিল্লাহ। রোজারত অবস্থায় ৭ম তম রক্তদান করলেন আবু রায়হান রাজু ভাই।

রোযারত অবস্থায় রক্তদানে রোযার কোন ক্ষতি হয় না। প্রয়োজন আপনার ইচ্ছেশক্তি।

একজন অসহায় রোগী। অন্যের বাসায় কাজ করে যার জীবন যাপন। আক্রান্ত হয়েছেন রক্ত স্বল্পতায়। বেশ কিছুদিন রক্তদাতা খুঁজেও রক্তদাতা খুঁজে পাচ্ছিলেন না তিনি। আজ রোগীর

রক্তদানরত অবস্থায় আবু রায়হান রাজু ভাই ।

বিষয়ে জানতে পারি আমরা। যোগাযোগ করি তার সাথে এবং বিস্তারিত তথ্য নেই তার নিকট থেকে।

রক্তদাতা প্রস্তুত ছিল আগে থেকেই। রক্তদাতা আজকেই রক্তদান করবেন এমনটা জানিয়েছিলেন। আজ না হলে এমাসে আর রক্তদান করবেন না এমন বক্তব্য ছিল রক্তদাতার। রোগীর থেকে বিস্তারিত তথ্য নিয়ে রক্তদাতাকে চলে আসতে বলি নির্দিষ্ট সময়ে। খুশি হয়ে সময়ের আগেই ব্লাড ব্যাংকে এসে বসেছিলেন তিনি।

অত:পর আমরা উপস্থিত হলে রোগীর প্রয়োজনে রক্তদান করেন তিনি। রক্তদানের পরে তিনি জানান বাংলাদেশের আলোচিত একজন রক্তদাতার আহ্বানেই আজকে রক্তদানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আসুন অজুহাত দূরে সরিয়ে নিজে রক্তদান করি এবং পরিচিতদেরও রক্তদানে উৎসাহিত করে এই মাসে রমজানে দানের মাধ্যমে অগণিত সওয়াব অর্জন করি। যদি রোযারত অবস্থায় রক্তদানে সমস্যা হয় তবে সন্ধ্যায় বা রাতে রক্তদানের হাত বাড়িয়ে দেই। 

Leave a Comment