আলহামদুলিল্লাহ।
আরও একবার রক্তদানের হাত বাড়ালো হাবিব আহসান ভাই।
কিডনির সমস্যা এবং রক্তের হিমোগ্লোবিন চরম পর্যায়ে নেমে যাওয়ায় রোগীর জন্য জরুরী ভিত্তিতে ৪ ব্যাগ B+ রক্তের প্রয়োজন।
প্রয়োজন পূরণে প্রায় ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসে হাবিব ভাই। এবং রক্তদানের মাধ্যমে সহায়তার হাত বাড়িয়ে দেয় তিনি।
কিডনি রোগে আক্রান্ত হচ্ছে অসংখ্য রোগী। অবহেলা নয়। সচেতন হতে হবে আমাদের। কিডনি বা কিডনির আশেপাশে কোন রকম সমস্যা দেখা দিলে দ্রুত ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করার অভ্যাস করার পাশাপাশি প্রস্রাব আটকে রাখার অভ্যাস করতে হবে আমাদের।
সকলে হাবিব ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে এই দানের উত্তম প্রতিদান উভয় জাহানে দান করেন এবং হাবিবের বাবাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের অধিকারী হিসেবে কবুল করেন।
হাবিব আহসানের পরবর্তী রক্তদানের সময় হবে ২৬-০৩-২৩ তারিখে।