সাইবার ক্রাইমে মামলা করবেন যেভাবে

#কেউ সাইবার অপরাধের শিকার হলে কিভাবে মামলা করবেন?

অনেকেই অনলাইনে নানাভাবে হেনস্থার শিকার হয়ে থাকেন। ঝামেলা বা ভয়ের কারণে অনেকেই মামলা করতে চান না। আবার অনেকে মামলা করতে চাইলেও সাইবার ক্রাইমে কিভাবে আর কি কি প্রমাণাদি নিয়ে মামলা করতে হয় সে বিষয়ে ধারণা না থাকায় মামলা করেন না। আজ আপনাদের জানাবো সাইবার ক্রাইমে মামলার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ধাপ।

 ১। যে আইডি হতে অপরাধ করা হচ্ছে সেই আইডি’র লিংক ও অপরাধের স্ক্রিনশট রেখে দিতে হবে। আপনার নামেই ব্লেম বা অযৌক্তিক কথা বলতে হবে এমনটা নয়। আপনার পরিচিত, দেশ বা রাষ্ট্রের নামে কেউ কোন অপবাদ বা গুজব ছড়ালে আপনি মামলা করতে পারবেন। 

২। স্ক্রিনশট নেয়ার সময় লিংকসহ নিলে ভালো হয়। এতে মামলা শক্ত হয়।

৩। পোস্ট কোন সময় দেয়া হয়েছে আর আপনি কোন সময় এবং কোথায় অবস্থানরত অবস্থায় দেখেছেন বা অন্য কেউ দেখেছে এই বিষয়টি নোট করে রাখতে হবে।

৪। অপরাধের ঘটনা অন্য কেউ দেখে থাকলে তার আইডি লিংক কালেক্ট করে রাখতে হবে। কোন সময় আর কিভাবে দেখেছে সেটা জেনে নিতে হবে এবং স্ক্রিনশট রেখে দিতে দিতে হবে।

৫। আপনার কোনো আত্মীয় বা বন্ধুর নিকট মেসেন্জারে কোনো মিথ্যা তথ্য বা আপনার খারাপ কোন ছবি পাঠালে উক্ত ছবি সংরক্ষণ করে ও স্ক্রিনশট নিয়ে রাখতে হবে।

৬। পোস্ট, কমেন্ট, ম্যাসেজ বা অন্য কোন মাধ্যমে যদি আপনার পরিচিত কেউ আপনার বিরুদ্ধে রটানো মিথ্যে বা ভিত্তিহীন কিছু দেখে, তাহলে সেসব তথ্য এবং পোস্ট/কমেন্ট/ম্যাসেজকারী ব্যক্তির আইডি লিংক সংরক্ষণ করে তিনি নিজেও বাদী হয়ে সাইবার আইনে মামলা করতে পারেন।

৭। এইসব উপযুক্ত তথ্য-প্রমাণ নিয়ে যেখানে ঘটনা ঘটেছে বা যেখানে বসে দেখেছেন সেই থানায় মামলা করতে পারবেন। আবার যদি উভয় স্থানে না থাকেন বা চাকরি অথবা বসবাসের জন্য অন্য কোথাও অবস্থান করেন তাহলে সেই এলাকার নিকটতম থানায়ও এই মামলা করার সুযোগ পাবেন। 

৮। মনে রাখবেন, স্বপক্ষে যত বেশি তথ্য-প্রমাণ উপস্থাপন করা যাবে মামলায় আসামির সাজা পাওয়ার সম্ভাবনা তত বৃদ্ধি পাবে। 

৯। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থানায় না করতে পারলে বিজ্ঞ সাইবার ট্রাইবুনালে মামলা করা যায়। এক্ষেত্রে অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীর সহায়তা নিতে হবে।

১০। তবে মামলা করবেন বললেই মামলা হবে এমনটা নয়। উপযুক্ত প্রমাণ ও ঘটনা সত্য মনে হলে থানার অফিসার ইন-চার্জ মামলা রেকর্ড করবেন।

এই হচ্ছে মামলার সকল ধাপ। আশা করি এখন থেকে নির্ভয়ে এবং নিশ্চিন্তে অপরাধ রুখতে সাইবার ক্রাইমে মামলা করতে পারবেন।

-রুমেল রহমান

roktobondhon.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *