আলহামদুলিল্লাহ।
রক্ত স্বল্পতার রোগীর জন্য আরও একবার রক্তদানের হাত বাড়িয়ে দিলেন সাব্বির ভাইয়া।
রোগীর হিমোগ্লোবিন কমে যাওয়ায় মাঝে মাঝের রক্তের প্রয়োজন হয়। এই মাসে হিমোগ্লোবিন অনেক কমে যাওয়ায় ডাক্তার ৩ ব্যাগ রক্ত পুশ করতে বলেন রোগীকে।
উক্ত রক্তের প্রয়োজন পূরণে সাব্বির ভাইকে আহ্বান জানানো হলে আহ্বানে সাড়া দেন তিনি। রক্তদানের সময় এবং স্থান সম্পর্কে জানতে চেয়ে নির্ধারিত সময়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংকে এসে রক্তদানের মাধ্যমে সহায়তার হাত বাড়িয়ে দেন তিনি।
রক্ত স্বল্পতা বড় কোন রোগ নয়। আবার অনেক বড় ক্ষতির কারণ। রক্ত স্বল্পতা থেকে বেঁচে থাকতে আয়রন জাতীয় খাবার গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সকলে দোয়া করবেন যেন আল্লাহ পাক তাকে এই দানের উত্তম প্রতিদান উভয় জাহানে দান করেন।
সাব্বির ভাইয়ের পরবর্তী রক্তদানের সময় হবে ০৮-০৪-২৩ তারিখে।