বন্ধুর মায়ের প্রয়োজেন আরেক বন্ধুর রক্তদান।

আলহামদুলিল্লাহ।
বন্ধুর মায়ের রক্তের প্রয়োজন পূরণ করলো আরেক বন্ধু।
Morshalad Amit এর আম্মা অসুস্থ। অপারেশনের মাধ্যমে ফোঁড়া এবং বর্জ্য বের করতে হবে। কারণ ভিতর থেকে ফোঁড়া অনেকটা ছড়িয়ে গেছে। আর সেজন্য প্রয়োজন এক ব্যাগ B Positive রক্ত। নিবিড়কে কল দিয়ে জানানো হয় রক্তের প্রয়োজনের কথা। নিবিড় রক্তদানে প্রস্তুত আছে বলে জানায়।
এই রাতে চলে আসে ব্লাড ব্যাংকে। আর রক্তদানের মাধ্যমে বাড়িয়ে দেয় সহায়তার হাত।

নিবিড়ের রক্তদানের মুহূর্ত।

আসুন সকলে রক্তদানে অগ্রসর হই। রক্ত এমন এক সময় প্রয়োজন হয় যখন এই রক্ত ব্যতীত কোন ঔষধ রোগীর শরীরে কাজ করে না। পরিচিত হোক বা অপরিচিত মানুষ। রক্তের প্রয়োজনে আমাদের এগিয়ে আসতে হবে স্ব-ইচ্ছায় এবং কোন রকম স্বার্থ না নিয়ে।

সকলে Nawaaz Kadir Nibir এর জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন নিবিড়ের এই দানকে কবুল করেন এবং এই দানের উত্তম প্রতিদান উভয় জাহানে দান করেন।
নিবিড়ের পরবর্তী রক্তদানের সময় হবে ০৮-০৪-২৩ তারিখে।

Leave a Comment