নব রক্তদাতার দূর্লভ রক্তদান। বেঁচে যাবে একটি প্রাণ।

আলহামদুলিল্লাহ।

নব রক্তদাতার রক্তদানে পাওয়া যায় এক অন্য আনন্দ।

প্রথমবারের মত দুর্লভ ও নেগেটিভ রক্তদানের মাধ্যমে সহায়তার হাত বাড়িয়ে দিল ছোট ভাই ইফাত।

রোগীর এক মাস আগে সিজার হয়েছে রোগীর। এক মাস পরে হঠাৎ রক্ত ক্ষরণ শুরু হয়ে রক্ত স্বল্পতায় আক্রান্ত হয়ে যান তিনি।

বিষয়টি জানতে পেরে ইফাতের সাথে যোগাযোগ করা হলে রক্তদানে আগ্রহী জানিয়ে চলে আসে ব্লাড ব্যাংকে। আর যথাসময়ে রক্তদানের মাধ্যমে সুস্থ হতে সহায়তা করেন রোগীকে।

গর্ভবতী মায়ের জন্য ৫-৯ মাসের যে কোন সময় রক্ত প্রয়োজন হতে পারে। রক্ত স্বল্পতা, দুর্ঘটনা বশত আঘাত বা কোন কারণ ছাড়াই ব্লিডিং শুরু হতে পারে তার। আবার নির্দিষ্ট সময়ের পূর্বেও লেবার পেইন বা ডেলিভারি হতে পারে যাকে প্রি-ম্যাচুউর ডেলিভারি বলা হয়। এজন্য গর্ভধারণের সময় তারিখ মনে রেখে ৫-৯ মাসে ইমার্জেন্সি হিসেবে ২ জন রক্তদাতা প্রস্তুত করে রাখতে হবে। আর যদি গর্ভবতী মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ হয়ে থাকে, তাহলে আরও গুরুত্ব দিয়ে রক্তদাতা খুঁজে রাখতে হবে। পজেটিভ রক্তের গ্রুপ অনেকটা সহজলভ্য হলেও নেগেটিভ রক্তদাতা খুঁজে পাওয়াটা অধিকাংশ সময়েই কষ্টকর হয়ে দাঁড়ায়। তাই সতর্ক হোন, আপনার পরিবারের দুটি বা এরও অধিক প্রাণ বাঁচাতে প্রস্তুত হয়ে থাকুন। মনে রাখবেন, আপনার অবহেলা এক বা একাধিক প্রাণনাশের কারণ হতে পারে। আর সেটা আপনারই পরিবারের প্রিয় সদস্যদের।

সকলে রক্তদাতার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাঁকে সুস্থ রেখে নিয়মিত রক্তদানের তৌফিক দান করেন। আর রোগীকেও পরিপূর্ণ সুস্থতা দান করেন।

ইফাতের পরবর্তী রক্তদানের সময় হবে ২৬-০২-২০২৩ তারিখে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *