কিডনী ফুটো হয়ে যাওয়ায় রোগীর জরুরী ভিত্তিতে অপারেশন করতে হবে। রোগীর লোক বুঝে না কোথায় থেকে কিভাবে রক্তদাতা সংগ্রহ করতে হয়, কিভাবে রক্তদান করাতে হয়ে। কারও মাধ্যমে আমার সন্ধান পেয়ে বাসায় চলে আসে সকাল বেলায়। রোগীর লোককে সব বুঝিয়ে বলি কিভাবে কি করতে হবে। এরপর রক্তদাতার নাম্বার দিয়ে সকাল ১০ টার পরে কল করতে বলি। এরপর রক্তদাতা আতিকুল ভাইয়ের সাথে যোগাযোগ করা হলে তিনি দুপুর ১২ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়ে সাড়ে ৪ ঘন্টা অপেক্ষা করে রোগীর প্রয়োজনে রক্তদান করে বাসায় ফিরেন তিনি। রক্তদাতার কাছে সময় বা দূরত্ব অনেক সময় হার মেনে যায়। মানবতার তাড়নায় কিছু রক্তদাতা এমন কিছু নজির স্থাপন করে যা সত্যিই যে কোন মানুষকে মুগ্ধ করতে বাধ্য করে।
সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে এই দানের উত্তম প্রতিদান দুনিয়া ও আখিরাতে দান করেন।