ডায়ালাইসিস রোগীর প্রয়োজনে রোমান ভাইয়ের রক্তদান।


আলহামদুলিল্লাহ।
আরও একবার রক্তদানের হাত বাড়ালো @রক্ত বন্ধন পরিবারের সম্মানিত মডারেটর @Roman Raj ভাইয়া। রোগীর কিডনি নষ্ট হয়ে যাওয়ার ফলে প্রতি মাসে ডায়ালাইসিস করে সুস্থ্য থাকতে হয়। এ মাসেও রক্তের প্রয়োজন ছিল। কিন্তু এমাসে রক্তদাতা খুঁজে পাওয়া যাচ্ছিল না। রোগীর বিস্তারিত তথ্য দিয়ে রক্তদানের আহ্বান জানানো হলে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন রক্তদান করতে।

রোমান ভাইয়ের রক্তদানের মুহূর্ত।

রোগীর সুস্থ্তা অর্জনের পাশাপাশি আজকে রক্তদান করার উদ্দেশ্য ছিল প্রিয় দল আর্জেন্টিনার জয়ের জন্য। দল জিতুক বা হারুক, জিতেছে মানবতা।

সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন রোমান ভাইয়ের এই দানকে কবুল করেন এবং এই দানের প্রতিদান উভয় জাহানে দান করেন।
রোমান চাচ্চুর পরবর্তী রক্তদানের সময় হবে ১৮-০৪-২৩ তারিখে।

Leave a Comment