জরায়ু টিউমার অপারেশনের রোগীকে রক্তদান করে সহায়তা করলেন হাবিবুর ভাই ।

জরায়ু টিউমার অপারেশন হবে রোগীর। ডাক্তারের ভাষ্যমতে তিন ব্যাগ এবি+ রক্ত প্রয়োজন। কিন্তু করোনার টিকা নেওয়া চলমান থাকায় পাওয়া যাচ্ছে না রক্তদাতা। এমন অবস্থায় রোগীর জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়ে এক ব্যাগ এবি+ রক্তদান করলেন হাবিবুর ভাই।
আমরা প্রত্যেকে যদি নিজ নিজ অবস্থান থেকে রক্তদানে এগিয়ে আসি। এবং আমাদের পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুমহল আর পরিচিতদের মাঝে সচেতনতা তৈরি করে রক্তদানের আহ্বান ছড়িয়ে দিতে পারি তাহলে ইনশা আল্লাহ খুব দ্রুতই চাহিদা অনুযায়ী রোগীর জন্য রক্ত ম্যানেজ করা সম্ভব ও সহজ হয়ে যাবে।

কিছু তথ্যঃ

১. যেদিন রক্তদান করবেন, সেদিন রাতে ঘুমানের

সময় বিপরীত কাত হয়ে ঘুমানোর চেষ্টা করা। অর্থাৎ ডান হাত থেকে রক্ত দিলে বাম কাত হয়ে ঘুমানো, অথবা
বাম হাত থেকে রক্ত দিলে ডান কাত হয়ে ঘুমানো
উচিত। এতে হাতে রক্ত-সঞ্চালনে বাঁধা সৃষ্টি
হবে না।

২. রক্তদানের পরে কমপক্ষে ৮ ঘন্টা কোল্ড ড্রিংক, এনার্জি ড্রিংক, চা, কফি, সিগারেট এসব পান করবেন না। এগুলো আপনার রক্ত ক্ষরণ, স্ট্রোক বা মৃত্যু পর্যন্ত ঘটাতে সক্ষম।

৩. রক্ত দিয়ে সাথে সাথে উঠে যাবেন না। কমপক্ষে ১০ মিনিট শুয়ে থাকবেন। না হলে মাথা ঘুরে পড়ে যাবেন। এতে নিজের ক্ষতির পাশাপাশি নিজেকে লজ্জায় ফেলে দিবেন।

৪. রক্ত দিয়ে সাথে সাথে ভারি কাজ বা দৌড়াদৌড়ি করবেন না। ব্লিডিং, মাথা ঘুরার পাশাপাশি আপনি অসুস্থ হয়ে যেতে পারেন।

৫. ৪ মাসের আগে কখনও রক্তদান করবেন না। আপনি রক্ত স্বল্পতা এবং ব্যাক পেইনে ভুগবেন পরবর্তী সময়ে।

 

আসুন, নিজে রক্তদান করি এবং অন্যকে রক্তদানে উৎসাহিত করি।

আসুন, নিজে রক্তদান করি এবং অন্যকে রক্তদানে উৎসাহিত করি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *