জরায়ু অপারেশনের রোগীর প্রয়োজনে রক্তদানের হাত বাড়ালেন ফারহানা আপু।

আলহামদুলিল্লাহ। রক্তদানের মাধ্যমে অসহায় রোগীর পাশে দাঁড়ালেন ফারহানা আপু।
জরায়ু টিউমার আক্রান্ত রোগীর অপারেশন করতে ৩ ব্যাগ B+ রক্তের প্রয়োজন বলে জানান ডাক্তার। রোগীর পরিবার থেকে রক্তদাতা খুঁজে পাচ্ছিলো না। এমন অবস্থায় ফারহানা আপুর সাথে যোগাযোগ করা হলে এগিয়ে আসেন তিনি।
এক ব্যাগ রক্তদানের মাধ্যমে সহায়তার হাত বাড়িয়ে দেন তিনি।

রক্তদানে শুধু একজনের প্রাণ বাঁচে এমনটা নয়। বাঁচার স্বপ্ন দেখে একটি পরিবারও। যাকে রক্তদান করা হয় সে ব্যক্তিটিই হয়তো হতে পারে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বা সংসার গুছিয়ে রাখা একমাত্র ব্যক্তি।

এভাবেই এগিয়ে আসুক রক্তদানে সক্ষম প্রতিটি মানুষ। সামান্য সুঁইয়ের খোঁচার ভয় দূর করে রক্তদানে এগিয়ে আসতে পারলে এদেশে হয়তো রক্তের অভাবে অভাবে আর কোন প্রাণ ঝরবে না।

ফারহানা আপুর পরবর্তী রক্তদানের সময় হবে ২৫-০৪-২৩ তারিখে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *