আলহামদুলিল্লাহ।
ছোট বাচ্চার প্রয়োজনে দুর্লভ O Negative রক্তদানের হাত বাড়ালেন শাহেদ ভাই।
রোগীর হিমোগ্লোবিন অনেক অনেক কমে যাওয়ায় ২ ব্যাগ রক্ত লাগবে বলে জানান ডাক্তার। সেই প্রয়োজন পূরণের লক্ষ্যে ১ ব্যাগ রক্তদান করেন শাহেদ ভাই।
আমাদের আশেপাশে এমন অনেক রোগী আছে যারা বেঁচে থাকার স্বপ্ন দেখে আপনার আমার রক্তে। কষ্টকর হয়ে যায় নেগেটিভ বা দুর্লভ গ্রুপের রক্তদাতা সংগ্রহ করতে। কষ্ট হলেও রক্তদাতা ম্যানেজ করা সম্ভব। তবে রক্তদাতা অবশ্যই আপনাকে আমাকে সচেষ্ট হতে হবে। আমাদের পরিচিত মানুষদের রক্তের গ্রুপ জেনে রাখলে সহজেই এসব মানুষের পাশে আমরা দাঁড়াতে পারবো ইনশা আল্লাহ।
সকলে রক্তদাতা ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে এই দানের উত্তম প্রতিদান উভয় জাহানে দান করেন। আর বাচ্চা রোগীটির জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন।
শাহেদ ভাইয়ের পরবর্তী রক্তদানের সময় হবে ১৭-০৪-২৩ তারিখে।