ক্যান্সার রোগীর প্রয়োজনে রক্তদানের হাত বাড়িয়ে দিলেন মোজাজিদুল ভাই।

আলহামদুলিল্লাহ।
ক্যান্সার আক্রান্ত রোগীর প্রয়োজনে রক্তদানের হাত বাড়িয়ে দিলেন মোজাহিদুল ভাই।
রোগীর জন্য রক্তের প্রয়োজন হলে রোগীর স্বজন বিস্তারিত তথ্যসহ যোগাযোগ করেন।
রক্তদাতা মোজাহিদুল ভাইকে রোগীর বিস্তারিত তথ্য দিয়ে রক্তদানের আহ্বান জানানো হলে আহ্বানে সাড়া দিয়ে রক্তদান করেন তিনি।

ক্যান্সার আজ আমাদের দেশে মহামারীর মত ছড়িয়ে পড়েছে। ঘরে ঘরে ক্যান্সার রোগী পাওয়া যাচ্ছে। আবার ক্যান্সারের সম্ভাবনা আছে এমন রোগীর সংখ্যাও অসংখ্য। কেন ছড়াচ্ছে এই মরণব্যাধি ক্যান্সার রোগটি? সমাধান কি? জানার চেষ্টা করেন কি? কখনও ভেবে দেখেছেন যা খাচ্ছি কতটা নিরাপদ এই খাবার? চিন্তা করুন। পরিবর্তন আনুন খাবার আর নিজের জীবন-যাপনে। ক্যান্সার প্রতিরোধে প্রয়োজন সচেতনতা। আর প্রয়োজন অদম্য ইচ্ছা।

সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তার এই দান কবুল করেন এবং তাকে এই দানের উত্তম প্রতিদান উভয় জাহানে দান করেন।

মোজাহিদুল ভাইয়ের পরবর্তী রক্তদানের সময় হবে ১১-০৪-২৩ তারিখে।

Leave a Comment