HSC Result-2023

কিছুক্ষণ পরেই প্রকাশ করা হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা- ২০২৩ এর ফলাফল।
এইচএসসি (HSC) পরীক্ষার ফলাফল জানতে মোবাইল অথবা কম্পিউটারে একটি ব্রাউজার চালু করুন। এরপর নিচের ঠিকানাটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে ব্রাউজ করুন। এবং নিচের লিখাটি ব্রাকেটের নির্দেশনা মেনে টাইপ করে সার্চ করুন।

education – board – results . gov . bd (www. ব্যবহার করুন এবং স্পেস ও হাইফেন কেটে দিয়ে লিংক সংযুক্ত করুন)

শিক্ষা মন্ত্রণালয়ের এইচএসসি ওয়েবসাইটের হোমপেজে পেয়ে যাবেন।

এবার বোর্ড রেজাল্ট সার্চ পেজটি ভালোভাবে লক্ষ্য করুন। এখানে পরীক্ষার্থীর পরীক্ষা সংক্রান্ত তথ্য লিখে ও নির্বাচন করে সবশেষে Submit বাটনে ক্লিক করতে হবে।

সঠিক তথ্য দিয়ে সার্চ ফরমটি পূরণ করে Submit বাটনে ক্লিক করলে কিছু সময়ের মধ্যে পরীক্ষার্থীর রেজাল্ট পরবর্তী পেজে দেখা যাবে।

এখন জেনে নিন এইচএসসি রেজাল্ট সার্চ ফরমে কোথায় কোন তথ্য নির্বাচন করতে হবে এবং কি কি লিখতে হবে।

স্বাস্থ্য,শিক্ষা রক্তদাতা বা রক্তদান সংক্রান্ত পোস্ট ও তথ্য পেতে নিচের লিংকে ক্লিক করে রেজিষ্ট্রেশন করুনঃ

https://roktobondhon.com/registration/

Examination: এখানে পরীক্ষার্থীর পরীক্ষার নাম নির্বাচন করতে হবে। যেমন- HSC/Alim .

Year: পরীক্ষার বছর নির্বাচন করতে হবে এখানে। যেমন- 2023 .

Board: এখানে পরীক্ষার্থীর নিজ শিক্ষা বোর্ড অর্থাৎ যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছে সেটি নির্বাচন করতে হবে। যেমন- Rajshahi . অন্য বোর্ড হলে অন্য বোর্ডের নাম নির্বাচন করতে হবে।

Roll: পরীক্ষার্থীর রোল নাম্বারটি ইংরেজী সংখ্যায় লিখতে হবে। যেমন- 123456.

Reg: No: রেজিষ্ট্রেশন নাম্বার ইংরেজী সংখ্যায় এখানে লিখতে হবে। যেমন- 12345678 .

3+4: এখানে যে দুটি সংখ্যা থাকবে তার যোগফল ডান পাশে টেক্সটবক্সে ইংরেজী সংখ্যায় লিখে দিতে হবে। এখানে যোগফল লেখা যাবে না।

Submit: সবশেষে উপরোক্ত তথ্যগুলো আবারও চেক করে নিয়ে, Submit বাটনে ক্লিক করুন।

কিছু সময় পর পরবর্তী নতুন পাতায় গ্রেড পয়েন্টসহ পরীক্ষার্থীর রেজাল্ট দেখা যাবে।

মোবাইলে sms এর মাধ্যমে এইচ এস সি রেজাল্ট দেখবেন যেভাবেঃ

মোবাইলে এসএমএস এর মাধ্যমে এইচ এস সি-এর রেজাল্ট বের করারও একটি বিকল্প পদ্ধতি রয়েছে। যার মাধ্যমে সহজেই Result দেখা যায়। sms এর মাধ্যমে HSC রেজাল্ট বের করার জন্য নিচের নিয়মে মেসেজ অপশনে গিয়ে type করুন।

HSC <স্পেস> RAJ <স্পেস> Roll <স্পেস> year এবং পাঠিয়ে দিন 16222 নম্বারে।

উদাহরনঃ ALIM/MAD 123456 2023 এভাবে লিখে 16222 নাম্বারে sms পাঠাতে হবে।

বিঃদ্রঃ অনেকেই একসাথে রেজাল্ট দেখার জন্য চেষ্টা করতে থাকে। এজন্য সার্ভার কিছুটা স্লো কাজ করতে পারে এবং রেজাল্ট দেখতে কিছুটা সমস্যা বা বিড়ম্বনায় পড়তে হতে পারে। এসময় অধৈর্য্য বা প্যানিক হওয়ার কিছু নেই। শান্ত থেকে বারবার চেষ্টা করতে থাকুন।

 

Rumel Rahman

Roktobondhon.com

Leave a Comment