নিউরোব্লাস্টোমা এক ভয়ানক ক্যান্সার।
নিউরোব্লাস্টোমা (Neuroblastoma) নিউরোব্লাস্টে সৃষ্টি হওয়া অপরিণত স্নায়ুকোষ যা ভ্রুণের উপর তার বিকাশের প্রক্রিয়ার অংশ হিসেবে গঠন করে নিউরোব্লাস্টোমা। ভ্রুণ পরিপক্ক হওয়ার সাথে সাথে নিউরোব্লাস্টগুলোও স্নায়ুকোষ এবং তন্তুগুলোর মধ্যে পরিণত হতে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এই নিউরোব্লাস্টগুলো পরিপক্ক হয়ে উঠে অথবা শেষ পর্যন্ত এগুলো কিছু সময়ের মধ্যে কার্যক্ষমতা হারিয়ে কোষের বা তন্তুর মধ্যেই অদৃশ্য হয়ে যায়। …