ঘুম থেকে উঠলে বা দাঁড়িয়ে থাকলে গোড়ালিতে ব্যথা? প্ল্যান্টার ফ্যাসাইটিসে আক্রান্ত নয় তো আপনি?
প্ল্যান্টার ফ্যাসাইটিস কিঃ প্ল্যান্টার ফ্যাসাইটিস হচ্ছে পায়ের পাতার নিচে অবস্থিত এক ধরনের মোটা টিস্যু যাকে আমরা পায়ের তালু হিসেবে জানি। টিস্যুটিকে বলা হয় ফ্যাসিয়া। এই ফ্যাসিয়া গোড়ালির হাড়কে পায়ের আঙুলের সাথে যুক্ত করে। যার প্রভাবে পায়ের পাতা ধনুকের ছিলার মতো আকৃতি গঠন করে থাকে। প্ল্যান্টার ফ্যাসিয়ার প্রদাহ বা জ্বালাপোড়াকে বলা হয় প্ল্যান্টার ফ্যাসাইটিস। পায়ের পাতায় …