কিডনি বায়োপসি বা রেনাল বায়োপসি কি
কিডনি বায়োপসিঃ কিডনি বায়োপসি যা রেনাল বায়োপসি নামেও পরিচিত। এটি এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে কিডনিতে থাকা টিস্যুর ছোট একটু নমুনা সংগ্রহ করা হয়। এই পদ্ধতির মাধ্যমে। রোগীর কিডনির অবস্থা, রোগ নির্ণয়, কিডনির ক্ষতির তীব্রতা মূল্যায়ন এবং চিকিৎসা প্রয়োগের সিদ্ধান্ত পরিচালনায় সহায়তা করে। অর্থাৎ বলা যায় কিডনি বায়োপসি কিডনির গঠন ও কার্যকারিতা সম্পর্কে মূল্যবান …