সুদূর মোহনপুর থেকে রাজশাহীতে এসে রক্তদান করলেন রাব্বী ভাই।

আলহামদুলিল্লাহ।
আরও একবার রক্তদানের হাত বাড়িয়ে দিলেন রাব্বি ভাই।
ছোট একটি বাচ্চাকে রক্ত দেওয়ার কথা ছিল তার। সে উদ্দেশ্যে মোহনপুর উপজেলা থেকে রাজশাহীতে রওনা দেন তিনি। রোগীর স্বজন রোগীর অসুস্থতার কারণে সময় নিচ্ছিলো এবং পরবর্তীতে জানায় রক্ত লাগবে না। ম্যানেজ করেছে তারা।
এমন সময় আরও একজন রোগীর স্বজন কল করে জানায় তার বাবার পায়ের অপারেশনের জন্য ২ ব্যাগ AB+ রক্ত প্রয়োজন। ডায়াবেটিসের কারণে এর আগে পায়ের ২ টি আঙ্গুল কেটে ফেলা হয়েছে। এখন সেখান থেকে আবারও ইনফেকশন ছড়িয়ে পড়ায় আরও ২টি আঙ্গুল কেটে ফেলতে হবে আজকে। রক্তদাতা রাব্বী ভাই ইতিমধ্যে রাজশাহীতে চলে আসেন। যেহেতু ১ম রোগীর রক্ত প্রয়োজন নেই এবং ২য় রোগীটির জন্য রক্ত প্রয়োজন। এজন্য ২য় রোগীর প্রয়োজনে রক্তদান করানো হয় রাব্বী ভাইকে।
সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন রক্তদাতা এবং রোগীকে সুস্থতা দান করেন। এবং রক্তদাতা রাব্বী ভাইকে এই দানের উত্তম প্রতিদান উভয় জাহানে দান করেন।
রাব্বী ভাইয়ের পরবর্তী রক্তদানের সময় হবে ১৫-০৪-২৩ তারিখে।

Leave a Comment