এক্সিডেন্টে পা বিচ্ছিন্ন, ব্লাড ব্যাংকে দ্রুত এসে রক্তদান করলেন নাহিদ ভাই।

আলহামদুলিল্লাহ।

জরুরী ভিত্তিতে রোগীর প্রয়োজনে এবি+ রক্তদান করলেন Nahid Hasan Nahid Hasan ভাই।

চাঁপাইনবাবগঞ্জে এক্সিডেন্টে সেই স্থানেই মারা যায় এক ব্যক্তি। আর এই রোগীর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় রোগীর। অবস্থা সংকটাপন্ন। ইমার্জেন্সি ৬ ব্যাগ এবি+ রক্ত প্রয়োজন। কমপক্ষে ৪ ব্যাগ রক্ত না হলে রোগীর অপারেশন করা সম্ভব না বলে জানান ডাক্তার।
রোগীর বন্ধুরা রক্তদাতা ম্যানেজ করতে পারলেও ডোনার অনেক দূরে থাকায় সেই মুহূর্তে রক্ত পাচ্ছিলো না।
নাহিদ ভাইকে কল করে জানানো হলে বলেন মাত্র দোকান থেকে বাসায় যাচ্ছেন। একটু পরেই রোগীর ছবি দেখে জানান তিনি রিক্সা ব্যাক করিয়ে ব্লাড ব্যাংকের দিকে আসছেন, যেন কাগজ রেডি করে রাখি।
অত:পর দ্রুত ব্লাড ব্যাংকে এসে রক্তদান করে সহায়তার হাত বাড়িয়ে দিলেন রোগীর প্রয়োজনে।

সকলে রক্তদাতা নাহিদ ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে এই দানের উত্তম প্রতিদান উভয় জাহানে দান করেন।

আর রোগীর জন্য দোয়া করবেন, যেন আল্লাহ পাক তাকে নেক হায়াত দান করেন। এবং বাবা-মায়ের কোলে তাদের একমাত্র সন্তানকে ফিরিয়ে দেন।

নাহিদ ভাইয়ের পরবর্তী রক্তদানের সময় হবে ০৪-০৪-২৩ তারিখে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *