আলহামদুলিল্লাহ।
চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে এসে অসহায় থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীটির জন্য দুর্লব O Negative রক্তদান করলেন নাফিস ভাই।
দরিদ্র রোগী। নুন আনতে পান্তা ফুরায় তাদের। থ্যালাসেমিয়া বিটা টাইপ হওয়ায় প্রতিমাসে হিমোগ্লোবিন নেমে যায় ৫ থেকে ৬ পয়েন্টে৷ প্রতিমাসের মত এই মাসেও হিমোগ্লোবিন ৬ এ নেমে যাওয়ায় ৩ ব্যাগ রক্ত প্রয়োজন হয়।
কাল এক দালাল আসার কথা বলে ভাড়া চায় শেষ মুহূর্তে। বিপাকে পড়ে যাই রোগী নিয়ে৷ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে এক ব্যাগ রক্ত দিয়ে সহায়তার ব্যবস্থা করা হয় কালকে। আজকে রক্তদাতা নাফিফ ভাই চাঁপাইনবাবগঞ্জ থেকে এসে আরেক ব্যাগ রক্ত দিয়ে সহায়তা করেন রোগীকে।
মানুষ মানুষের জন্য, কথাটার স্বার্থকতা খুঁজে পাই যখন দেখি একজন অসহায়ের পাশে এসে দাঁড়ায় অন্য কোন মানুষ।
এভাবেই রক্তদাতা রক্তদানে এগিয়ে আসুক।
রক্তদানে বাঁচুক প্রাণ, শত মুখে হাসি ফুটুক।
নাফিস ভাইয়ের পরবর্তী রক্তদানের সময় হবে ০৩-০৩-২০২৩ তারিখে