রোযার মাসে ক্যান্সার আক্রান্ত রোগীকে রেজওয়ান ভাইয়ের দুর্লভ বি নেগেটিভ রক্তদান ।

রমজান মাস রক্তদানে বাঁধা হতে পারে না। এই বিষয়টি আবারও প্রমাণ করলেন রেজওয়ান আহমেদ ভাই। গতকাল ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য জরুরী ভিত্তিতে দুর্লভ বি নেগেটিভ রক্তের প্রয়োজন ছিল। রমজান মাস আবার অনেকেই বিস্টার ডোজ ভ্যাক্সিন নিচ্ছেন। রক্তদাতা পাওয়াটা কষ্টকর হয়ে গেছে। অনেকে ভয় পাচ্ছে রোযা রেখে রক্তদান করলে শারীরিক সমস্যা হতে পারে। এই ধারণাটা যাদের মাঝে বিরাজমান তাদের ধারণা পাল্টে দিতে রেজওয়ান ভাইয়ের রক্তদানটিই যথেষ্ট। সারাদিন রোযা থাকার পরে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে গিয়েছেন রক্তদানের মাধ্যমে একজন রোগীকে সহায়তার হাত বাড়িয়ে দিতে।

রক্ত পেলে রোগী বাঁচবে এমনটা বলা সম্ভব নয় ক্যান্সার রোগীর ক্ষেত্রে। তবে শেষ সময়ে হয়তো রোগীটির কষ্ট অনেকটা কমে যেতে পারে এই উদ্দেশ্যে রক্তদান করা হয়। আপনাদের যাদের রক্তদানের সময় হয়েছে দয়া করে অজুহাত বা ভয়কে দূরে সরিয়ে রেখে রক্তদানে এগিয়ে আসুন। অসুখ রোযা, দুর্ভিক্ষ বা মহামারী বুঝে না। আপনার আমার রক্ত ছাড়া কিছু রোগীরও বেঁচে থাকা সম্ভব না। রোযা রেখে রক্তদান করলে আপনার কোন সমস্যা হবে না সর্বোচ্চ সামান্য একটু দুর্বলতা অনুভব হতে পারে দুই বা একদিনের জন্য। কিন্তু আপনার রক্তদানে পিছিয়ে যাওয়া একজন রোগীর প্রাণ কেড়ে নিতে পারে। সুখের আলো চিরতরে নিভিয়ে দিতে পারে একটি পরিবারের। যা আপনার আমার কারও কাম্য নয়। 

রক্তদানে বা রক্তের প্রয়োজনে রক্তদাতা খুঁজে নিতে রেজিষ্ট্রেশন করুন নিচের লিংকেঃ

https://roktobondhon.com/registration

1 thought on “রোযার মাসে ক্যান্সার আক্রান্ত রোগীকে রেজওয়ান ভাইয়ের দুর্লভ বি নেগেটিভ রক্তদান ।”

  1. ভালোবাসা নিবেন ভাইয়া…..দোয়া রাখবেন যাতে এভাবে মানুষের পাশে থাকতে পারি❤️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *