রাতুলের বিপদে রাতুলের হাত। রক্তদাতা সংগ্রহের পিছে কতটা শ্রম দিতে হয় জানেন কি?

রাতুল। একজন এবি+ রক্তদাতা। তার বাবা আলসার ইনফেকশনে আক্রান্ত। প্রয়োজন হয় এবি+ রক্তেরই। অথচ বাবার রক্তের প্রয়োজনের থেকে দেখেছেন অন্য অসহায় রোগীর প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে। তাই তো মাত্র ৭ দিন আগেই অন্যের প্রয়োজনে করে এসেছেন রক্তদান। রক্তদানের পরে জানিয়েছিলেন কিছুদিনের মধ্যে তার বাবার জন্য এবি পজেটিভ রক্ত লাগবে। কথা দিয়েছিলাম ম্যানেজ করে দিব ইনশা আল্লাহ। রক্তদাতাও প্রস্তুত করে রেখেছিলাম। কথা ছিল আগামী ২৯ বা ৩০ তারিখে রক্ত নিবে রোগী। কিন্তু, শারীরিক অবস্থার অবনতি হলে গতরাতে রাতুল জানান আজকেই প্রয়োজন রক্তের।

আগে থেকে প্রস্তুত রাখা রক্তদাতাকে কল দিয়ে নাম্বার বন্ধ পাই। বারবার চেষ্টা করার পরে রাত ১২ টার পরে নাম্বার খোলা পাই। রক্তদাতা জানান তিনি অসুস্থ হয়ে যাওয়ায় গ্রামের বাড়িতে চলে গেছেন। তার পক্ষে আপাতত রক্তদান করা সম্ভব না।

একটু দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই। কারণ এত রাতে রক্তদাতা ম্যানেজ করাটা কষ্টকর। তার উপরে ব্লাড ব্যাংকগুলোতেও এবি+ রক্ত মজুদ নেই। তবুও কয়েকজনকে রাতেই কল দেই রক্তদানের আহ্বান জানাতে। অনেকে কল রিসিভ করে নি আবার অনেকে কল রিসিভ করে জানান রক্তদানের সময় হয়নি। তবুও হাল ছাড়িনি। পরিচিত এবি+ রক্তদাতাদের ইনবক্সে নক দিতে থাকি স্রষ্টার উপর ভরসা রেখে। তবে রাত অনেক বেশি হওয়ায় কারও সাড়া পাচ্ছিলাম না। ভোরে অনেকেই ম্যাসেজের রিপ্লাই দিয়ে জানান রক্তদানের সময় হয় নি বা সিজনাল জ্বরে ভুগছেন তারা। তবে রাতুল দাস ভাই প্রথম রিপ্লাইয়ে প্রশ্ন করেন কবে রক্ত দিতে হবে। তাকে আজকের কথা বলি এবং ডোনার মিসিং এবং রোগীর ছেলে রাতুল মামার কিছুদিন আগে রক্তদানের বিষয়ে অবগত করি। রক্তদাতা রাতুল দাস ভাই আমাকে জানান তিনি নাটোরে অবস্থান করছেন এবং আজকেই তিনি রাজশাহীতে ফিরবেন।

রক্তদানের পরে রক্তদাতা রাতুল দাস ভাইয়ের হাসিমুখ।

আর ফিরে আজকেই রক্তদান করবেন বলে আশ্বস্ত করেন আমায়। কোথায় এবং কখন আসতে হবে এই বিষয়ে রাতুল দাস ভাইকে অবগত করি এবং নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে এগিয়ে এসে রক্তদানের মাধ্যমে সহায়তার হাত বাড়িয়ে দেন তিনি।

যারা মনে করেন রক্তদানের কাজ করে এমন ব্যক্তির কাছে চাইলেই রক্তদাতা পাওয়া যায় তাদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়। যারা রক্তদান বা রক্তদাতা সংগ্রহ করার কাজ করে থাকে তাদের কাছে সবসময় রক্তদাতা থাকে না। আপনাদের চাওয়ামাত্র যারা রক্তদাতা সংগ্রহ করে দেয় তারা কতটা সংগ্রাম করে, কত মানুষের সাথে যোগাযোগ করে আপনার প্রয়োজনে এক বা একাধিক রক্তদাতা সংগ্রহ করে দেয় সেটা তাদের সাথে থাকলে বুঝতে পারবেন। তারাও মানুষ অনেক সময় রক্তদাতা সংগ্রহ করতে পারে না তারা। রক্তদাতা সংগ্রহ করতে আপনার আমার মত মানুষকে কল বা নক দিয়ে রক্তদানের আহ্বান বা অনুরোধ করার পর আপনার বা আমার মত মানুষের আগ্রহ থাকলে তবেই রক্তদাতা দিতে পারেন তারা।

রক্তদাতা সংগ্রহ করে দিতে না পারলে তাদের গালি দিবেন না বা তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না প্লিজ। আর স্বেচ্ছাসেবীদের রক্তের প্রয়োজনে কল দেওয়ার আগে অবশ্যই নিজে রক্তদানে এগিয়ে আসুন এবং আত্মীয়-স্বজনদের মাঝে রক্তদাতা আছে কি না সেই খোঁজ নিবেন।

ভালো থাকুক সকল রক্তদাতা। আর সচেতন হোক প্রতিটি নাগরিক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *