রক্ত উৎপন্ন হয় না এমন দেহের প্রয়োজনে রক্তদান করলেন অরাক ভাই

মোরে একের রক্ত অন্যকে দিয়ে,
মানবতায় বাঁধি বাঁধন,
রক্ত দিলে হয় না কো ক্ষতি,
মোরা রক্তে জীবন গড়ি।

আলহামদুলিল্লাহ, অসহায়ের পাশে রক্তদানের মাঝে পাশে দাঁড়ালো ছোট ভাই অরাক।

রোগীর দেহে মাঝে মাঝেই দিতে হয়। ডাক্তারের ভাষ্যমতে, রোগীর শরীরে রক্ত উৎপন্ন হয় না। মাঝে মাঝে রক্ত দিলেই বেঁচে থাকতে পারে রোগী। কিছুদিন থেকে রোগীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিলো। মেডিকেলে নিয়ে আসা হলে পরীক্ষা করার পরে জরুরী ভিত্তিতে শরীরে রক্ত দিতে বলেন রোগীকে।

যোগাযোগ করি রক্তদাতার সাথে। রক্তদাতাও প্রস্তুত রক্তদানে। মেডিকেলে নিয়ে আসি রক্তদাতাকে।
রক্তদান করে পাশে দাঁড়ায় অসহায় রোগীটির। আশা করা যায় এই রক্তে কিছুদিন সুস্থ্য থাকবে রোগীটি। আমাদের চারপাশে এমন অনেক রোগী আছে, যারা একজন রক্তদাতা পাওয়ার আশায় সারাদিন অপেক্ষা করেন। আপনি আমিই পারি তাদের এই আশাকে পূর্ণ করতে। আপনার আমার রক্তদানই তাদের বাঁচিয়ে রাখার শেষ উসিলা হতে পারে। তাই আসুন অযুহাত দূরে রেখে মানবতার কাজ করি৷ চার মাস পরপর বা ছয় মাস পরপর অন্তত একবার রক্তদান করে সহায়তার হাত বাড়িয়ে দেই রোগীর প্রয়োজন পূরণে।

অরাক ভাইয়ের পরবর্তী রক্তদানের সময় হবে ২৮-১১-২৩ তারিখে।

Leave a Comment