রক্তদানে জাতিগত ধর্ম নেই, রক্তদানের একমাত্র ধর্ম মানব কল্যান।

যদি গড়া যায় ঐক্য,
রক্তদানে বাঁচবে প্রাণ,
জীবন হবে ধন্য..

আলহামদুলিল্লাহ। আরও একবার রক্তদানের হাত বাড়িয়ে দিলেন রাতুল মামা।

রোগী চার্চের ফাদার। বাসায় গৃহপালিত পশু আছে। খাওয়ানোর সময় পিছন থেকে আঘাত করে একটি গরু। পড়ে গিয়ে আঘাত পান তিনি। আহত হয় মারাত্মকভাবে।
রাজশাহীর একটি হাসপাতালে নেওয়ার পরে এক্স-রে তে ধরা পড়ে রোগীর থাইয়ের হাড় ভেঙে গেছে। জরুরী ভিত্তিতে অপারেশন করতে হবে।
অপারেশন সম্পন্ন করার জন্য প্রয়োজন এবি+ রক্ত।
রোগীর বিস্তারিত তথ্য জেনে কল দেওয়া হয় রাতুল মামাকে। মামা জানান রক্তদান করতে পারবেন তিনি।

সন্ধ্যায় রাতুল মামাকে আসতে বলা হয় রক্তদান করতে৷ মামা ব্যস্ত থাকার পরেও চলে আসেন রক্তদান করতে।
রক্তদান করেন রোগীর সুস্থতা কামণায়।

রাতুল মামার রক্তদানের মুহূর্ত।

রক্তদানে জাত-পাত, ধর্ম-অধর্ম, বর্ণ বা গোত্র বলে কিছু নেই। রক্তদান হবে এভাবেই। রক্তদানে একটাই ধর্ম, সেটা হচ্ছে মানবতা।

আসুন রক্তদান করি মানুষেরে। রক্তদান করি প্রাণ বাঁচাতে। রক্তদান করি নিজের মানবতাকে বাঁচাতে।

রাতুল মামার পরবর্তী রক্তদানের সময় হবে ২৮-০৩-২৩ তারিখে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *