রক্তদানে একটু দেরি, বাচ্চাটাও অভিমানী 😥 অভিমনে পাড়ি দিচ্ছে অনন্তের আজানে গন্তব্যে ।

রক্ত দিবেন বাচ্চাটাকে??

বড্ড অভিমানী সে। একটু দেরি হয়েছে রক্তদাতা সংগ্রহ করে নিয়ে যেতে, ব্যাস অভিমান করে এতটাই দূরে চলে গেল আর অভিমান ভাঙানো যাবে না 😥

  • এতটুকু একটা বাচ্চা, তার কি আর এত শক্তি আছে যে, মৃত্যু নামক যোদ্ধার সাথে লড়াই করে ফিরে আসবে ?? যুদ্ধের অস্ত্র রক্ত পেতে দেড়ি হওয়ায় খুব তাড়াতাড়িই হার মেনে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করে নিল বাচ্চাটা 🥺

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ICU এ ছিল গতকাল জন্ম নেওয়া জমজ বাচ্চা দুটো। দুটি বাচ্চার অবস্থা আশংকাজনক হলেও এই বাচ্চার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম ছিল। তার উপরে রক্তের গ্রুপ দুর্লভ A Negative.

রক্ত কম এবং অক্সিজেন জনিত সমস্যার কারণে শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছিলো খুবই। A Negative Fresh Frozen Plasma প্রয়োজন বলে জানান ডাক্তার। মেডিকেলে সনাতন পদ্ধতিতে রক্ত ঝুলিয়ে রেখে বের করতে হয় Fresh Frozen Plasma. সময় ব্যয় হয় ৬ ঘন্টা। আর প্রাইভেট ব্লাড ব্যাংকে Fresh Frozen Plasma বের করতে সময় লাগে মাত্র ৪০ মিনিট। কিন্তু frozen করতে ফ্রিজে রাখতে হয় ২৪ ঘন্টা।

এত সময় ছিল না বাচ্চাটার হায়াতে। রক্তদাতা সংগ্রহ করে ১১ টা ১৫ এর দিকে ব্লাড ব্যাংকে পৌঁছে কিছু প্রসেস রেডি করতে সময় লেগে যায় পৌনে ১২ টা। রক্তদাতা রক্তদান করেন। কিন্তু, ওই যে অভিমান!! কেন এত দেড়ি হলো??
এই অভিমান নিয়েই হয়তো রাত ১২ঃ৩০ মিনিটে শিশুটি এ জগতকে বিদায় বলে শান্তির খোঁজে রওনা দেয় ওপারের যাত্রায়। এখন আর হয়তো অভিযোগ বা অভিমান থাকবে না তার। হয়তো জান্নাতের মেহমান হয়ে আনন্দ যাত্রায় মেতে গেছে শিশুটি।

বাচ্চাটিকে বাঁচানোর আশায় সামিউল ভাই রক্তদান করেছিলেন। রক্তদানের মাত্র ১৫ মিনিট পরেই মারা যায় বাচ্চাটি।

হয়তো অভিমান নিয়ে প্রশ্নও হয়ে আঘাত দিতে পারে তাদের প্রাণে, যারা সুযোগ এবং যোগ্যতা থাকার পরেও এগিয়ে আসে নি তার প্রয়োজনে। আবার হয়তো একরাশ প্রশ্ন নিয়েও বসে আছে জান্নাতে ‘ কেন এত দেরি করলা? কেন আমি আমার সময়ে রক্ত পেলাম না?

আল্লাহ পাক বাচ্চাটিকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তার বাবা-মাকে ভবিষ্যতে উত্তম সন্তান দান করেন এই দোয়া করবেন।

মৃত্যু অবধারিত। এবং এটি সংঘটিত হবে নির্দিষ্ট সময়েই।
না ন্যানো সেকেন্ড আগে আর না ন্যানো সেকেন্ড পরে।

তবে মানুষ হিসেবে কিছু মৃত্যু মেনে নেওয়া কষ্টকর আর কিছু মৃত্যু হৃদয়ে নাড়া নিয়ে যায়।।

অজুহাত থেকে দূরে থাকুন,
সময়মত রক্তদান কর একটি প্রাণ বাঁচাতে এগিয়ে আসুন।।

রক্তের প্রয়োজনে যথাসময়ে আপনার সাথে যোগাযোগ করার সুযোগ দিতে নিচের ওয়েবসাইট লিংকে ক্লিক করুনঃ

https://roktobondhon.com/registration

Leave a Comment