দুর্লভ রক্তদানে অসহায় রোগীর পাশে সিজু ভাই।

আলহামদুলিল্লাহ।
রোগীর প্রয়োজনে দুর্লভ O Negative রক্তদানের হাত বাড়ালেন রক্ত বন্ধন পরিবারের সম্মানিত মডারেটর সিজু ভাই।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছোট ভাইকে নিয়ে যান রক্তদান করাতে। ছোট ভাইকে রক্তদান করানোর সময় তার সামনে রোগীর স্বজন ও নেগেটিভ রক্তের জন্য ছুটাছুটি করছিলেন৷ রোগীর সমস্যা কি জানতে চাইলে রোগীর স্বজন জানান রোগীর রক্ত স্বল্পতা। হিমোগ্লোবিন কমে গেছে।

সিজু ভাইয়ের রক্তদানের সময় হয়ে যাওয়ায় তিনি রোগীর স্বজনকে আস্বস্ত করে জানান রক্তদানে প্রস্তুত আছেন তিনি।
এরপর যাবতীয় প্রসেস কমপ্লিট করে বাড়িয়ে দেন রক্তদানের হাত।

আমরা যারা সুস্থ্য দেহের অধিকারী প্রতিটি মানুষের উচিত এভাবেই রক্তদানে এগিয়ে আসার। এক ব্যাগ রক্তদানে আপনার আমার কোন ক্ষতি নেই। বরং উপকার আছে অনেক।
সনচেয়ে বড় উপকার হচ্ছে আপনার আমার এক ব্যাগ রক্তদানে একটি প্রাণ বেঁচে যেতে পারে। আর হাসি ফুঁটতে পারে একটি পরিবারের মুখে।

সিজু ভাইয়ের পরবর্তী রক্তদানের সময় হবে ২৮-০৩-২৩ তারিখে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *