জরায়ু ক্যান্সার আক্রান্ত রোগীর প্রয়োজনে দুর্লভ রক্তদানের হাত বাড়ালেন মাহাবুব ভাই।

আলহামদুলিল্লাহ।
জরায়ু ক্যান্সার আক্রান্ত রোগীর প্রয়োজনে আরও একবার দুর্লভ এবি নেগেটিভ রক্তদান করলেন মাহাবুব ভাই।

জরায়ু টিউমার থেকে ক্যান্সারে রুপ নেয় রোগটি। গত পরশু বি নেগেটিভ রক্তদাতা তারেক ভাই বিষয়টি অবহিত করেন।
রোগীর বিষয়ে মাহাবুব ভাইকে জানানো হলে তিনি রক্তদানে প্রস্তুত বলে জানান।
গতকাল গোদাগারী থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন রক্তদান করতে। রোগীর লোক কাগজ রেডি না করায় রক্ত দিতে পারেন নি। আজ আবার রাজশাহীতে আসেন রোগীর প্রয়োজনে রক্তদান করতে। এবং রক্তদানের মাধ্যমে সহায়তার হাত বাড়িয়ে দেন।

বোনেরা প্যাড ব্যবহারে সতর্ক হোন। ৫ ঘন্টার বেশি স্যানিটারি প্যাড ব্যবহার থেকে বিরত থাকুন। মনে রাখবেন, নিজের সুস্থ্যতা আপনারই হাতে।

রক্তদাতা এভাবেই এগিয়ে আসুক রক্তদানে।

রোগীর প্রাণ রক্তে বাঁচুক।
সুস্থ সবল মানুষ থাকুক
অনেক দূরে, অজুহাতের,

মাহাবুব ভাইয়ের পরবর্তী রক্তদানের সময় হবে ১২-০৩-২৩ তারিখে।

Leave a Comment