গর্ভবতী মায়ের জন্য ৩২ তম রক্তদানের হাত বাড়ালেন নয়ন ভাই।

আলহামদুলিল্লাহ।
স্বেচ্ছায় আরও একবার রোগীর প্রয়োজনে রক্তদানের হাত বাড়িয়ে দিলেন Ariful Islam Nayan ভাই।
গত পরশু নক দিয়ে জানান রক্তদানের সময় হয়ে গেছে তার। রক্তদান করবেন তিনি। যেন রোগী খুঁজে দেই তার জন্য।
এদিকে গতকাল রাতে আরেকজন রক্তদাতা শুভ ভাই নক করে জানান আজ দুপুরে তার এক রিলেটিভের জন্য O Positive রক্ত প্রয়োজন। রোগী গর্ভবতী, রক্তের হিমোগ্লোবিন অনেকটা কমে গেছে। যে কারণ বাচ্চা ঠিকমত অক্সিজেন পাচ্ছে না এমনটা জানায় ডাক্তার। এক ব্যাগ রক্ত দিতে হবে জরুরী ভিত্তিতে।
বিষয়টি অবহিত করি আরিফুল ইসলাম নয়ন ভাইকে। নয়ন ভাই জানতে চান কখন রক্ত দিতে হবে এবং কোথায় রক্ত দিতে হবে। ভাইয়ে নির্ধারিত স্থান ও সময় সম্পর্কে অবহিত করা হলে তিনি রক্তদান করতে পারবেন বলে জানান।
অতপর নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে রোগীর প্রয়োজনে রক্তদানের হাত বাড়িয়ে দেন তিনি।

রক্তদানের মুহূর্তে পাশে ছিলেন ৩ জন স্বেচ্ছাসেবক।

আসুন এভাবেই আমরা রক্তদানে অগ্রগামী হই৷ ৪ মাস পরপর রক্তদানের চেষ্টা করি। আশেপাশে স্বেচ্ছাসেবী থাকলে তাদের অবগত করি রোগী খুঁজে দিতে।
নিজে রক্তদানের পাশাপাশি আমাদের ভাই-বোন, বন্ধু বা পরিচিত যারা রক্তদানে সক্ষম তাদের রক্তদানের আহ্বান জানাই।

সকলে নয়ন ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে এই দানের উত্তম প্রতিদান উভয় জাহানে দান করেন।
নয়ন ভাইয়ের পরবর্তী রক্তদানের সময় হবে ০৭-০৪-২৩ তারিখে।

Leave a Comment