“এভাবেই বাড়ুক হাত, হতে থাকুক রক্তদান,
রক্তদানে স্বার্থ না থাকুক, শান্তি পাক কিছু প্রাণ “
আলহামদুলিল্লাহ।
বন্ধু বিজয়ের আরও একবার A+ রক্তদান সম্পন্ন।
ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য জরুরী ভিত্তিতে A+ রক্তের প্রয়োজন বলে গতকাল জানান স্বেচ্ছাসেবী এবং রক্তদাতা Md. Mahabub ভাই। অত:পর বিজয়কে রোগীর বিষয়ে জানানো হলে রক্তদানে প্রস্তুত বলে জানায়। গতকাল রক্ত নেওয়ার কথা থাকলেও রক্ত নেয় নি রোগীর স্বজন। পরে কল দিয়ে জানান আজ সকালে রক্ত দিতে হবে।
কোন সময়ে রক্ত দিতে হবে জানতে চাইলে রোগীর লোক জানায় আজ সকাল ১০-১১ টার মধ্যে লাগবে।
নির্ধারিত সময়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসে রক্তদান করে রোগীকে কিছুটা আরামে থাকতে সহায়তা করে।
ক্যান্সার আক্রান্ত রোগীর মৃত্যু নিশ্চিত। তবুও রক্তদাতাগণ তাদের রক্তদান করেন ২টি কারণে।
একটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং অপরটি শেষ সময় যেন তার কষ্টটা কম হয়।
বিজয়ের আব্বু কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। সকলে দোয়া করবেন, যেন আল্লাহ পাক তাকে মাফ করর দিয়ে জান্নাতুল ফেরদৌসের অধিকারী হিসেবে কবুল করেন।
বিজয়ের পরবর্তী রক্তদানের সময় হবে ১৪-০৩-২৩ তারিখে।