ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য রক্তদানের হাত পাড়ালেন তামান্না মুস্তারী আপু।

আলহামদুলিল্লাহ।
আরও একবার রক্তদানের হাত বাড়ালেন রক্ত বন্ধন পরিবারের সম্মানিত এডমিন Tamanna Mustary আপু।

রক্ত স্বল্পতার রোগীর জন্য A+ রক্তের প্রয়োজন বলে জানান আরেকজন রক্তদাতা বোন সুপর্না আপু। আপুকে বলেছিলাম রক্তদাতা বিকেলে আসবে। রোগীর লোককে নাম্বার দিয়ে দিতে। রক্তদাতা বিকেলে রক্তদান করতে ব্লাড ব্যাংকে চলে আসে। কিন্তু, বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেলোও রোগীর স্বজন কোন রকম যোগাযোগ করে নি। রক্তদাতা তামান্না আপুকে বাসায় পাঠিয়ে দিব এমনটা যখন ভাবছিলাম এমন সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অন্য রোগীর জন্য কল আসে। জানায় ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য এ+ রক্ত প্রয়োজন।

রক্তদানের মুহূর্ত।

যেহেতু নির্ধারিত সময়ের মধ্যে রোগীর লোক উপস্থিত হয় নি এবং পরবর্তী রোগীর অবস্থা সংকটাপন্ন এজন্য সার্বিক দিক বিবেচনা করে পরবর্তীতে ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য রক্তদান করানো হয় তামান্না মুস্তারী আপুকে।

সকলে দোয়া করবেন যেন নিজেরা রক্তদানের পাশাপাশি রোগীর প্রয়োজনে যথাযথ সময়ে রক্তদাতা সংগ্রহ করে রোগীর প্রয়োজন পূরণ করে আমরা রোগীর পাশে থাকতে পারি এবং রোগীর সুস্থ থাকার উসিলা হতে পারি।

তামান্না আপুর পরবর্তী রক্তদানের সময় হবে ০৫-০৪-২৪ তারিখে।

Leave a Comment