ক্যান্সার আক্রান্ত রোগীর প্রয়োজনে রক্তদান করলো নাফিস।

আলহামদুলিল্লাহ।
ছোট ভাই নাফিজের বি+ রক্তদান সম্পন্ন। রাজশাহীর ক্রিকেটাঙ্গনে পরিচিত দুই মুখ সাকিব ভাই ও সামির খালা ক্যান্সারে আক্রান্ত। হিমোগ্লোবিন কমে যাওয়ায় ডাক্তার জরুরী ভিত্তিতে ২ ব্যাগ B+ রক্ত দিতে বলে রোগীর শরীরে। প্র‍য়োজন পূরণে ছোট ভাই নাফিসকে রক্তদানের আহ্বান জানানো হলে উক্ত আহ্বানে সাড়া দিয়ে রক্তদানে এগিয়ে আসে সে।

আসুন নিজ নিজ এলাকায় সচেতনতা ছড়াই। রক্তদানের উপকারিতা সম্পর্কে সচেতন করি ছোট, বড় বা সমবয়সী ভাই ও বোনদের। আপনার সচেতনতা যদি একজন মানুষকে রক্তদাতা হিসেবে গড়ে তুলতে পারে, তাহলে একজন ব্যক্তিই হয়ে দাঁড়াবে শত মানুষের বাঁচার শেষ উসিলা।
সকলে নাফিসের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে নেক হায়াত দান করেন এবং তার এই দানের উত্তম প্রতিদান উভয় জাহানে দান করেন।
নাফিসের পরবর্তী রক্তদানের সময় হবে ১৮-০৪-২৩ তারিখে।

Leave a Comment