ওমিক্রনের লক্ষণ সম্পর্কে কিছু তথ্য জেনে রাখুন। Leave a Comment / Neque, Uncategorized / By roktobondhon / 02/02/2022 প্রথমেই একটি তথ্য জেনে রাখা দরকার। ওমিক্রন ভাইরাসটি অতি দ্রুত মানব দেহে ছড়িয়ে পড়ছে এবং ইতিমধ্যে এর ৪ টি নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে গবেষণায় জানা গেছে। যার মধ্যে একটি মানবদেহের জন্য মারাত্মক ভয়ঙ্কর হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই এখন থেকেই আমাদের সতর্ক হওয়া প্রয়োজন।ওমিক্রনে আক্রান্ত বিভিন্ন রোগীর মাঝে বিভিন্ন ধরনের সিম্পটম দেখা যাচ্ছে। এর মধ্যে ১৪ টি লক্ষণকে চিহ্নিত করে প্রাথমিক ধারনার বলা হচ্ছে রোগী ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হতে পারে। আসুন জানার চেষ্টা করি ওমিক্রনের এই ১৪ টি লক্ষ্মণ সম্পর্কে। স্বাস্থ্য বিষয়ক তথ্য এবং রক্তদাতার সন্ধান পেতে রেজিষ্ট্রেশন করুন নিচের লিংকেঃ https://roktobondhon.com/registration/ ——————————————————————————————————————————————————১) নাক দিয়ে পানি পড়ার প্রবণতা দেখা যাচ্ছে ৭৩ শতাংশ রোগীর ক্ষেত্রে।২) মাথাব্যথা থাকছে ৬৮ শতাংশ ক্ষেত্রে।৩) ক্লান্তিভাব থেকে যাচ্ছে প্রায় ৬৪ শতাংশ রোগীকে।৪) ৬০ শতাংশ রোগীর হাঁচি হচ্ছে।৫) গলা ব্যথা হচ্ছে ৬০ শতাংশ রোগীর ক্ষেত্রে।৬) ৪৪ শতাংশ রোগীর খুব কাশি হচ্ছে।৭) তাঁদের ৩৬ শতাংশের গলা ভেঙে যাচ্ছে।৮) জ্বর আসছে ২৯ শতাংশ রোগীর।৯) কাঁপুনি হচ্ছে ৩০ শতাংশ রোগীর ক্ষেত্রে।১০) মাথা ঝিমঝিম করার প্রবণতা ২৮ শতাংশ রোগীর।১১) মস্তিষ্কে ধোঁয়াশার প্রবণতা আছে ২৪ শতাংশ রোগীর ক্ষেত্রে।১২) ২৩ শতাংশের পেশীতে ব্যথা বা টান ধরছে।১৩) গন্ধের অনুভূতি হারাচ্ছেন মাত্র ১৯ শতাংশ রোগী।১৪) ১৯ শতাংশ রোগীর ক্ষেত্রে বুকে ব্যথা দেখা যাচ্ছে। -Rumel RahmanRoktobondhon.com Post Views: 421