এক্সিডেন্টে আহত মুমূর্ষু রোগীর প্রয়োজনে তামান্না আপুর দুর্লভ গ্রুপের রক্তদান।

আলহামদুলিল্লাহ।
এক্সিডেন্টের রোগীর জন্য জরুরী ভিত্তিতে এক ব্যাগ দুর্লভ A Negative রক্তদান করলেন Tamanna Rahman Shipon আপু।
৩ ব্যাগ দুর্লভ A- রক্তের প্রয়োজন রোগীর এমন তথ্য দেন স্বেচ্ছাসেবক Prema Khatun আপু। রোগীর বিস্তারিত শুনে রক্তদাতা তামান্না আপুকে নক দিয়ে রোগীর বিস্তারিত তথ্য জানানো হলে আপু জানান তার বন্ধুর বোনের সিজার আছে ১৫ বা ১৬ তারিখে। আপুকে সেই সিজারিয়ান রোগীর জন্য রক্তদানে প্রস্তুত করে রেখেছেন তার বন্ধু।

এক্সিডেন্টে আহত রোগীটির মাথায় ১৮ টি সেলাই। ২ হাত এবং এক পা ভেঙে গেছে তার। মুখসহ শরীরের অনেক অংশ ছিলে ও কেটে গেছে। অপারেশন করা খুবই জরুরী।
আপু বিস্তারিত শুনে বলেন ইমার্জেন্সি হলে তিনি রক্তদান করবেন। তবে ১৫-১৬ তারিখে একটা ডোনার ম্যানেজ করে দিতে হবে রোগীর জন্য।

রোগীর মাথা ও মুখের অবস্থা।

আপুকে বলি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশা আল্লাহ। আপুর ফাইনাল ভাইভা পরীক্ষা আছে। তবুও ছুটে আসেন ব্লাড ব্যাংকে। রক্তদান করেন এবং সহায়তা করেন রোগীর অপারেশনের জন্য৷ আর সেই সকল মানুষের জন্য একটি শিক্ষা দিয়ে গেলেন। রক্তদানে অজুহাত নয়, ইচ্ছেশক্তিই যথেষ্ট।

সকলে দোয়া করবেন যেন আল্লাহ পাক আপুর এই দানকে কবুল করেন এবং এই দানের উত্তম প্রতিদান উভয় জাহানে দান করেন।

তামান্না আপুর পরবর্তী রক্তদানের সময় হবে ০৮-০৪-২৩ তারিখে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *