স্বেচ্ছাসেবীর প্রয়োজনে রক্তদাতার রক্তদান।

আলহামদুলিল্লাহ।
স্বেচ্ছাসেবী আতিকুর রহমান ইমাম ভাইয়ের মায়ের অপারেশনে রক্তদানের হাত বাড়িয়ে দিলেন সাজিদ ভাই।
ইমাম ভাইয়ের আম্মু হার্টের রোগী। কিছুদিন আগেই হার্টের সমস্যার কারণে অপারেশন করা হয়। এরপর আবার অসুস্থ হলে ধরা পড়ে পিত্তি থলিতে পাথর রয়েছে। পিত্তি থলির পাথর অপারেশনের জন্য প্রয়োজন এক ব্যাগ B Positive রক্ত।

রক্তদাতা ২ ঘন্টা ধরে ব্লাড ব্যাংকে বসে ছিল অন্য রোগীকে রক্তদান করার জন্য। ২ ঘন্টা পরে রোগীর লোক জানায় ডাক্তার বলেছে রক্ত লাগবে না। এদিকে ইমাম ভাইয়ের আম্মুর জন্য রক্তের প্রয়োজন থাকায় রক্তদাতা সাজিদ ভাইকে আমন্ত্রণ জানানো হয়৷ উক্ত আমন্ত্রণে সাড়া দিয়ে রক্তদানের হাত বাড়িয়ে দেন তিনি। এটাকেই সম্ভবত নসিব বলা হয়৷ একজনের প্রয়োজনে আমরা এগিয়ে আসতে চাইলেও আল্লাহ পাক যার জন্য নেয়ামত লিখে রাখেন তার কাছে এভাবেই নেয়ামত পৌঁছে যায়। সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন রক্তদাতা সাজিদ ভাইয়ের এই দানকে কবুল করেন, এবং এই দানের উত্তম প্রতিদান উভয় জাহানে দান করেন।

বিশেষ করে ইমাম ভাইয়ের আম্মুর জন্য দোয়া চাই, আল্লাহ পাক যেন তার অপারেশন সফলতার সাথে পরিচালনার তৌফিক দান করে তাকে সুস্থ করে দেন সকলে এই দোয়া করবেন।

সাজিদ ভাইকে ব্লাড ব্যাংকে নিয়ে আসেন মাসুদ রিজভী রানা ভাই।

সাজিদ ভাইয়ের পরবর্তী রক্তদানের সময় হবে ১৭-০৩-২৩ তারিখে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *