যে ঔষধ সেবনের সাময়িক আরাম হতে পারে দীর্ঘস্থায়ী সমস্যার কারণ ।

#Dompiridon হতে পারে দাম্পত্য জীবনের শত্রু।

(মোটিগাট,ডিফ্লাস্ক,অমিডন,ডন এ ইত্যাদি)
সামান্য বমির ভাব, খাবারে অরুচি। চলে গেলেন ফার্মেসীতে। সমস্যা বলামাত্র ফার্মেসী থেকে আপনার হাতে ধরিয়ে দিলো বমি, গ্যাস ও অরুচির মহাঔষধ Omidon বা ডমপিরিডন গ্রুপের কোন ঔষধ। আর আপনিও দেদারসে খেয়ে নিয়ে মুক্ত হয়ে যাচ্ছেন আপনার সমস্যা থেকে। কিন্তু আসলেই কি মুক্ত হলেন? নাকি যুক্ত হচ্ছেন বড় রোগে?

আমাদের দেহের পিটুইটারি গ্ল্যান্ড থেকে (নারী পুরুষ উভয়ই) Prolactin নামের একটি হরমোন নিঃসৃত হয়। যদি এর মাত্রা বেশি হয়ে যায় তখন এটি GnRH এর কাজকে ব্যাহত করে। ফলশ্রুতিতে FSH & LH কম নিঃসৃত হয়।

FSH কমে গেলে ওভারিয়ান ফলিকল পরিপূর্ণ ভাবে তৈরি হতে পারে না যার ফলে ওভুলেশন হয় না। যার ফলাফল, সৃষ্টি করে বন্ধ্যাত্ব।
অতিরিক্ত মাত্রায় PROLACTIN বেড়ে গেলে এটা ESTROGEN এবং TESTOSTERONE এর মাত্রা কমিয়ে দিয়ে একটা পুরুষকে তার পুরুষালি বৈশিষ্ট্যকে কমিয়ে দেয়। এবং একটা মেয়ের মেয়েলি বৈশিষ্ট্য কমিয়ে দিয়ে অনাকাঙ্ক্ষিত সমস্যা তৈরি করে থাকে।

Omidon বা Dompiridon ঔষধ দেহে প্রোলাক্যাটিন লেভেল বাড়িয়ে দেয়।
ইভেন ম্যামারী গ্ল্যান্ড থেকে ব্রেস্ট মিল্ক ও সিক্রেইশন করে
যার কারনে, অবিবাহিত মেয়েদের বুকে দুধ চলে আসে, যা নিয়া পরিবারে অনেক ঝামেলায় পড়তে হয় মেয়েদের। 

in female:-
1.Vaginal dryness (estrogen is important for vaginal lubrication)
2.Anovulatory cycle (low FSH)
3.Ireegular menstruation ( Low estrogen)
4.Production of milk while in non pregnancy (excess stimulation on brest tissue)

in male:-
1.Erectyle dysfunction (low testosterone)
2.Reduce muscle mass & body Hair

বমি বমি ভাব হলেই মুড়ির মতো মটিগাট/অমিডন/ডিফ্ল্যাক্স এগুলা না খেয়ে ডাক্তারের পরামর্শ মতো মেডিসিন সেবন করুন। আপনি এই জাতীয় ঔষধ নিজের ইচ্ছেমতো বা ফার্মেসীর কারও পরামর্শ নিয়ে সেবন করে সাময়িক আরাম পাচ্ছেন ঠিকই। কিন্তু পর্যাপ্ত পরিমাণে না খাওয়ায় বা অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলায় নিজের অজান্তে মস্ত ক্ষতি করে ফেলছেন। আবার কম ঔষধ খাওয়ার ফলে শরীরের ভাইরাসগুলোর সাথে ঔষধকে পরিচয় করিয়ে দিচ্ছেন। এতে করে ভাইরাস ঔষধ সম্পর্কে জানতে পেরে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। এতে করে আপনার আমার শরীরের ব্যাকটেরিয়া বা ভাইরাস ঔষধের সাথে ফাইট করার ক্ষমতা গড়ে তুলছে এবং ঔষধ তার কার্যক্ষমতা হারিয়ে ফেলছে।

আরও পড়ুনঃ কোন ঔষধের সাথে কি খাওয়া যাবে না। 

Leave a Comment