প্রথমবার দুর্লভ গ্রুপের রক্তদান করলেন আলভী ভাই৷

নব রক্তদাতা বাড়িয়েছে হাত,
রক্তদানে সুস্থ হবে রোগী
হাসবে একটি প্রাণ…

আলহামদুলিল্লাহ প্রথমবারের মত রক্তদানের হাত বাড়িয়ে দিলেন আলভী ভাই।

রোগীর নাম মুহিনি। বয়স ৮ বছর। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী সে। বাবা ভ্যান চালক। নুন আনতে পান্তা ফুড়ানো সংসারে এমন অভিশপ্ত রোগ যেন আরও দারিদ্র্যতা বাড়িয়ে দেয়। প্রতি ১৫-২০ দিন পরপর রক্ত প্রয়োজন হয় মুহিনির জন্য৷ গত মাসে রক্তদাতা পাওয়া যায় নি। এই মাসে রক্তের প্রয়োজন ছিল জরুরী ভিত্তিতে। রক্তের গ্রুপ A Negative. এই গ্রুপের রক্ত পাওয়া দুষ্কর। রোগীর প্রয়োজনে অনেক সময় রক্তদাতা খুঁজে পাওয়া যায় না। এর ফলে অনেকের অঙ্গহানী আবার অনেকের প্রাণনাশের ঘটনাও ঘটে থাকে।

আলভী ভাইয়ের গতকাল সিজারিয়ান রোগীকে রক্ত দেওয়ার কথা ছিল। রোগীর পরিবার থেকে ২ ব্যাগ রক্ত সংগ্রহ করা হলে রক্ত দেওয়ার প্রয়োজন হয় নি। মুহিনির বাবা ( সেনিল ভাই ) মুহিনির রক্তের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করেন৷
আলভী ভাইকে মুহিনির বিষয়ে অবগত করা হলে আলভী ভাই জানান তিনি রক্তদানের মাধ্যমে মুহিনির পাশে থাকবেন।

রক্তদানের সময় এবং স্থান সম্পর্কে অবগত করা হলে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে উপস্থিত হোন দুর্লভ রক্তের বাহক আলভী ভাই। অত:পর রক্তদানের মাধ্যমে সহায়তার হাত বাড়িয়ে দেন তিনি।

সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তার এই দানকে কবুল করেন। এবং তাকে এই দানের উত্তম প্রতিদান উভয় জাহানে দান করেন।

আলভী ভাইয়ের পরবর্তী রক্তদানের সময় হবে ২৫-০৫-২৩ তারিখে।

Leave a Comment