ধর্ম ভেদে নয় রক্তদান হোক মানবতায়, রক্তদান হবে সকলের প্রয়োজন।

আলহামদুলিল্লাহ।

আরও একবার রক্তদানের হাত বাড়ালেন শামীম ভাই।

স্বেচ্ছাসেবী এবং আমাদের পরিবারের সম্মানিত এডমিন যতি মুরমু ভাই সন্ধ্যায় নক দিয়ে জানান, হাসপাতালে একজন রোগী আছে। রোগীর হিমোগ্লোবিন মাত্র ৪ এ নেমে এসেছে। জরুরী ভিত্তিতে ৪ ব্যাগ B+ রক্ত প্রয়োজন। ডাক্তার বলেছে আজ রাতের মধ্যে ২ ব্যাগ রক্ত দিতে হবে রোগীকে।  রক্তদাতা শামীম ভাইয়ের সাথে যোগাযোগ করে ভাইকে রোগীর বিস্তারিত তথ্য জানিয়ে আহ্বান করা হয় রক্তদান করার জন্য।
আহ্বানে সাড়া দিয়ে জানান তিনি প্রস্তুত আছেন। কখন আর কোথায় আসতে হবে বলা হলে নির্ধারিত সময়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসে ১ ব্যাগ B+ রক্তদান করেন তিনি।

আমরা অনেক সময় অলসতায় বা নানা অজুহাত দেখিয়ে রোগীর জরুরী প্রয়োজনের সময় রক্তদান রক্তদান থেকে বিরত থাকি। আমাদের এই অজুহাতা রোগীর জন্য কতটা ক্ষতির তা বুঝার চেষ্টা করি না। আপনার আমার এই বিরত থাকা একজন মানুষের অঙ্গহানি ঘটানোর জন্য যথেষ্ট। শুধু তাই নয়, রক্তের অভাবে প্রাণ চলে যায় অনেক রোগীর। হয়তো অন্যের প্রাণ আমাদের কাছে মূল্যবান নয়। তবে যার মৃত্যু হয় সে যদি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হয় তাহলে সেই পরিবারে নেমে আসে দারিদ্র্যতার অন্ধকার ছায়া। যে ছায়া হয়তো কখনোই আসতো না আপনার আমার রক্তদানের উসিলায়।

রক্তদান ধর্ম, অধর্ম, জাত, বর্ণ এসব দেখে নয়। রক্তদান হোক প্রয়োজনে, রক্তদান হোক অসহায় রোগীর প্রাণ বাঁচানোর উসিলা হতে। কোন ধর্মই মানুষকে ভালো কাজ থেকে বিরত থাকার জন্য বলে না। ধর্ম শিখায় মানবতা।

সকলে শামীম ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে এই দানের উত্তম প্রতিদান উভয় জাহানে দান করেন।

শামীম ভাইয়ের পরবর্তী রক্তদানের সময় হবে ২৫-০৩-২৩ তারিখে।

Leave a Comment