দরিদ্র ও অসহায় রোগীকে দুর্লভ ও নেগেটিভ রক্তদান করলেন সিজু ভাই ।

‘ভাইয়া ও নেগেটিভ রক্ত লাগেনা নাকি’?

কথাটি বলেছিলেন রক্তদাতা সিজু ভাই।

দরিদ্র পরিবারের সন্তান মফিজ ভাই। বয়স ২৮ বছর। এই বয়সে উপার্জন করে পরিবারের সহায় হওয়ার কথা। কিন্তু সর্বনাশা থ্যালাসেমিয়ার ছোবল থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টায় প্রতিমাসে দুর্লভ ও নেগেটিভ রক্তদাতা খুঁজে বেড়াতে হয় তাকে। প্রতিমাসে আশা নিয়ে বসে থাকতে হয় এই বুঝি কোন রক্তদাতা বা স্বেচ্ছাসেবী রক্তের প্রয়োজন পূরণে সহায়তা করবে তাঁকে। কোন মাসে রক্তদাতা পাওয়া যায় আবার কোন মাসে পাওয়া যায় না। আর যে মাসে রক্তদাতা পাওয়া যায় না সেই মাস জাহান্নাম মনে হয় তার কাছে। কারণ অন্যের রক্তই এখন তার সুস্থতা ও বেঁচে থাকার একমাত্র আশা। 

রক্তদানের মুহূর্ত।

এই মাসে রক্তদাতা খুঁজে পাচ্ছিলেন না। রক্তদাতা প্রস্তুত আছে এমন পোস্ট করেছিলাম সকালে। সাথে সাথে মাহাবুব ভাই নক করে রোগীটির বিষয়ে এবং পারিবারিক অস্বচ্ছলতার বিষয়ে অবগত করেন আমাকে। রোগীকে মেডিকেলে ভর্তি করার জন্য জানিয়ে দেই এবং রক্তদাতা রাতে রক্তদান করবেন এই বিষয়ে আস্বস্ত করি।

রেজিষ্ট্রেশন করুণ আমাদের ওয়েবসাইটে। সাথে থাকুন প্রতিটি ভালো কাজে। রেজিষ্ট্রেশন লিংকঃ

https://roktobondhon.com/registration

পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী রাতে রক্তদাতা নিয়ে হাসপাতালে উপস্থিত হয়ে রক্তদানের মাধ্যমে সহায়তার হাত বাড়িয়ে দিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ।

ভালো লাগার বিষয় হচ্ছে রক্তদানের ভয় দূর হয়ে এখন তরুণের স্বইচ্ছায় রক্তদানে এগিয়ে আসছে। রক্তের অভাবে রোগীর প্রাণ চলে গেছে এই কথাটি এদেশের মাটি থেকে বিলুপ্ত  হওয়ার দিনটা হয়তো আর বেশি দূরে নয়।

ভালো থাকুক প্রতিটি রক্তদাতা। রক্তদানের মাধ্যমে সুস্থ হয়ে উঠুক হায়াত প্রাপ্ত প্রতিটি রক্তদাতা এটাই আমাদের কামণা।

Leave a Comment