আলহামদুলিল্লাহ।
১ম বারের মত সিজারিয়ান নারীর ও নেগেটিভ রক্তের প্রয়োজনে এক্সচেঞ্জ হিসেবে এ পজেটিভ রক্তদানের হাত বাড়ালেন তানভীর ভাই।
সিজারের জন্য দুই মাস আগে থেকে প্রস্তুত রাখা হয়েছিল একজন ও নেগেটিভ রক্তদাতাকে। কিন্তু, জরুরী প্রয়োজনে রক্তদাতা আজ ঢাকায় ঢাকায় চলে যান।
এদিকে রোগীর আজকে সিজারের ডেট পড়ে যায়। রাজশাহীতে বেশ কিছু রক্তদাতাকে কল দিয়ে জানা যায় রক্তদানের সময় হয় নি তাদের। ব্লাড ব্যাংকেও খোঁজ নিয়ে জানা যায় স্টোরে ও নেগেটিভ রক্ত মজুদ নেই।
স্বেচ্ছাসেবীসহ রোগীর স্বজন দুশ্চিন্তায় পড়ে যায়। অত:পর রাজশাহীর একটি প্রাইভেট ব্লাড ব্যাংকে যোগাযোগ করা হলে তাদের কাছে ও নেগেটিভ রক্ত মজুদ আছে।
দুই ব্যাগ এক্সচেঞ্জ চাওয়া হলে একজন ডোনার পরে দেওয়া হবে এই প্রতিশ্রুতিতে তাৎক্ষণিক ১ ব্যাগ এক্সচেঞ্জ রক্ত দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন তানভীর ভাই।
আজ প্রথম রক্কতদান করলেন তিনি। তৈরি হলো নতুন আরেকজন রক্তদাতা। আশা করি ৪ মাস পরপর রক্তদানের মাধ্যমে রোগীর সেবায় নিজেকে নিয়জিত রাখবেন তিনি।
সকলে তানভীর ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে এই দানের উত্তম প্রতিদান উভয় জাহানে দান করেন।
তানভীর ভাইয়ের পরবর্তী রক্তদানের সময় হবে ২৫-০১-২৩ তারিখে।